নারীশক্তি - সোমনাথ মুখার্জ্জী | Bangla Poem - MPlus News

 

bangla poem caption bangla poem love bangla poem lyrics bangla poem caption for facebook bangla poem sad


নারীশক্তি

সোমনাথ মুখার্জ্জী


ওই দেখ ভাই চাঁদ উঠেছে, আকাশ পানে চেয়ে,

এত রাতেও রিক্স টানে, চাঁদপানা এক মেয়ে।

তোমরা যাদের বিচার করো রূপে-চুলে- ড্রেসে,

আমি দেখি দশভুজা তাদের গুনে মেশে।

মাকে দেখি সকাল থেকে মুখটা নেই বেজার,

রান্না থেকে সেলাই করা, কর্ম হাজার - হাজার।

তবুও ওদের স্বাধীনতা নিয়ে চলেছে টানাটানি,

অন্ধকারে চলে তাদের উপর, আঘাত হানাহানি। 

এত আইন, এত নিয়ম থোরায় কেয়ার তার,

জানি না কবে মিলবে নারীর যোগ্য অধিকার।

ওঠো, জাগো মা - বোনেরা, ত্রিশূলটা নাও তুলে,

পূরুষ রূপী পশুদের চড়াও ন্যায়-অন্যায়ের শূলে।

আমরা সবাই পন করি আজ নারী - পুরুষ সমান,

ফিরিয়ে দিতে শপথ করি, নারী জাতির সন্মান।।

No comments