মানবতা - সোমনাথ মুখার্জ্জী | Bengali Poem - MPlus News

bengali poem quotes

মানবতা

সোমনাথ মুখার্জ্জী


ধর্মকে আসামি করে সাফাই দাও তুমি,

এটা আমার ভারতবর্ষ রাম-রহিমের ভূমি। 

এখানেতে সন্ধ্যা হলেই আযান আসে কানে,

মন্দিরেতেও আসর বসে সংর্কীতন গানে।

এই মাটিতে গড়ে ওঠে মন্দির - মসজিদ,

এই ভূমি যে সম্প্রীতির গড়, ভালোবাসার ভিত। 

এই মাটিতে আজও ফোটে ফুল, ওঠে না বন্দুক,

এই মাটিতে আজও শুধু মেলে মেলবন্ধনের সুখ।

এখানেতে গীতা - কোরান একসাথেতে মেশে,

এমন বন্ধন পাবে নাকো অন্য কোনো দেশে।

No comments