মা লক্ষ্মী প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র | laxmi pranam mantra in bengali | Laxmi Pushpanjali Mantra in Bengali

 মা লক্ষ্মী প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র


আসুন আজকে আমরা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র জানব।

laxmi pranam mantra in bengali | Laxmi Pushpanjali Mantra in Bengali





মা লক্ষ্মী প্রণাম মন্ত্র যথা

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সৰ্ব্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমোহস্তু তে।।

মা লক্ষ্মী প্রার্থনা মন্ত্র 


ও বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। মহালক্ষ্মী নমস্তুভ্যং সুখরাত্রিং কুরুস্ব মে ॥ বর্ষকালে মহাঘোরে যন্ময়া দুষ্কৃতং কৃতম। সুখরাত্রিপ্রভাতেহদ্যতন্মে লক্ষ্মীর্ব্যাপোহতু ॥

যা রাত্রিঃ সর্ব্বভূতানাং যা চ দেবেষ্ববস্থিতা। সংবৎসরপ্রিয়া যা চ সা মমাস্ত সুমঙ্গলা ॥ মাতা ত্বং সর্ব্বভূতানাং দেবানাং সৃষ্টিসম্ভবা। আয়াতা ভূতলে সেবি সুখরাত্রি নমোহস্ত তে ৷

লক্ষ্মী স্তোত্রম


ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবি কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা৷৷ ১ ৷৷ ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতিহরিপ্রিয়া। পদ্মা পদ্মালয়া সম্পদ রমা শ্রীঃ পদ্মধারিণী । ২। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য যঃ পঠেং। স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারাদিভিঃ সহ ।।৩।।

ইতি শ্রীপদ্মপুরাণে শ্রীলক্ষ্মীস্তোত্রং সমাপ্তম্।


মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র | Laxmi Pushpanjali Mantra in Bengali


ওঁ নমস্তে সর্ব্বদেবানাং

বরদাসি হরিপ্রিয়ে।

যা গতিস্তৎ প্রপন্নানাং

সা মে ভুয়াত্তদৰ্চ্চনাৎ ॥

এষ সগন্ধপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ

শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ।

এই ভাবে পুষ্পাঞ্জলি দিয়ে নমস্কার করিবেন।


মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র


ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ।

পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।।

গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্।

রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

মা লক্ষ্মীর ধ্যানমন্ত্রটির অর্থঃ দক্ষিণহস্তে পাশ, অক্ষমালা এবং বামহস্তে পদ্ম ও অঙ্কুশধারিণী, পদ্মাসনে উপবিষ্টা, শ্রীরূপা, ত্রিলোকমাতা, গৌরবর্ণা, সুন্দরী, সর্বালঙ্কারভূষিতা, ব্যগ্রহস্তে স্বর্ণপদ্মধারিণী এবং দক্ষিণহস্তে বরদাত্রী দেবীকে ধ্যান করি।




Related Quaries::

  • মা লক্ষ্মীর বীজ মন্ত্র
  • মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলী মন্ত্র
  • মা লক্ষ্মীর মন্ত্র
  • মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র
  • মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র
  • মা লক্ষ্মীর জপ মন্ত্র
  • মা সরস্বতী প্রণাম মন্ত্র
  • মা লক্ষ্মীর টোটকা
  • laxmi pranam mantra in bengali
  • laxmi pushpanjali mantra in bengali



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন