শ্রীশ্রী শিবের অষ্টোত্তর শতনাম | Shiber Astottaro Satanam in Bengali | শিবের ১০৮ টি নাম বাংলায়

শ্রীশ্রী শিবের অষ্টোত্তর শতনাম



শ্রীশ্রী শিবের অষ্টোত্তর শতনাম

পণ্ডিত শ্রীকালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত

ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর | ১
বিষ্ণুসখা নাম মম বৈকুন্ঠ নগর || ২
হরিহর নাম খ্যাত গোলক নগরে | ৩
যমেশ্বর নাম মম শমনের পুরে || ৪
ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি | ৫
চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী || ৬
সুরগণ বলে মোরে অধমতারণ | ৭
কমলা ডাকেন বলি বৃষভ-লাঞ্ছন || ৮
যতিগণ মাঝে আমি হই যোগেশ্বর | ৯
সিদ্ধগণ কহে মোরে জগত-ঈশ্বর || ১০
লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ | ১১
দরিদ্র-ঘরেতে আমি জানিবে দীনেশ || ১২
সাগর রাখিলা মোর নাম শূলপাণি | ১৩
প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী || ১৪
শৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম | ১৫
নীলকন্ঠ নাম মম বসুগণ ধাম || ১৬
ব্যাসদেব ডাকে মোরে জগদ্ গুরু নামে | ১৭
মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে || ১৮
কুরুক্ষেত্রে নাম মোর অর্জ্জুন-সারথি | ২৯
কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি || ২০
হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু | ২১
কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু || ২২
চন্দ্রচুড়ামণি নাম শশাঙ্ক ভবনে | ২৩
অষ্টমূর্ত্তিধর নাম মরীচি সদনে || ২৪
অঙ্গিরা রাখিল নাম কলুষ নাশন | ২৫
সনন্দ রাখিল নাম মনবিমোহন || ২৬
জলেশ্বর নাম মোর লবণ-সাগরে | ২৭
যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে || ২৮
অরুন্ধতী রাখে নাম ভুবন-পাবন | ২৯
গার্গীদেবী ডাকে বলি জগৎ মোহন || ৩০
কালভরহর নাম কালের ভবনে | ৩১
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে || ৩২
নক্ষত্রলোকেতে আমি নক্ষত্র-জীবন |৩৩
জ্ঞানযোগী মম নাম গুরুর সদন || ৩৪
সনাতন রাখে নাম হৃদয়-বিহারী | ৩৫
মহামায়া পাশে আমি মহামায়াধারী || ৩৬
শ্মশাননিবাসী নাম জানিবে শ্মশানে | ৩৭
যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে || ৩৮
সতীপতি নাম মোর প্রসূতি-গোচর | ৩৯
রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম-পরাৎপর || ৪০
ভক্তবাঞ্ছাকল্পতরু রামদত্ত নাম | ৪১
প্রহ্লাদ রাখিল নাম সর্ব্ব গুণধাম || ৪২
ভৃগুরাম রাখিল নাম দর্পখর্ব্বকারী | ৪৩
জানকী রাখিল নাম গোবর্দ্ধনধারী || ৪৪
দিক্পাল সকলে ডাকে দিক্পতি নামেতে | ৪৫
রাজরাজেশ্বর আমি রাজার গৃহেতে || ৪৬
বেতাল রাখিল নাম সর্ব্বসিদ্ধিদাতা | ৪৭
তাল মম রাখে নাম অখিলের ধাতা || ৪৯
ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে | ৪৯
ভৃঙ্গী মোরে ডাকে সদা দয়াময় নামে || ৫০
তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি | ৫১
রতিদেবী রাখে নাম কেলীকুতূহলী || ৫২
ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর | ৫৩
দেবলোকে মম নাম নরবংশধর || ৫৪
গণেশ রাখিল নাম গণ-অধিপতি | ৫৫
বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী || ৫৬
কপর্দ্দী নামেতে ডাকে জনক-রাজন | ৫৭
ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ || ৫৮
যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে | ৫৯
আশুতোষ নাম মোর ভক্তের সদনে || ৬০
সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত | ৬১
জরৎকারু কহে মোরে সর্ব্বহৃদিস্থিত || ৬২
উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরী | ৬৩
জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি || ৬৪
দধীচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর | ৬৫
বিশ্বামিত্র কহে মোর নাম সর্ব্বেশ্বর || ৬৬
দন্ডপাণি ডাকে মোরে সর্ব্বানন্দ নামে | ৬৭
বীরভদ্র নাম মোর কশ্যপ-সদনে || ৬৮
উদ্দালক ঋষি কহে বিপত্তিভঞ্জন | ৬৯
সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন || ৭০
গরুড় রাখিলা মোর নাম খগেশ্বর | ৭১
গালব রাখিল নাম সর্ব্বসিদ্ধিকর || ৭২
যুধিষ্টির রাখে নাম ধরম সহায় | ৭৩
ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় || ৭৪
নকুল রাখিল নাম নকুল-ঈশ্বর | ৭৫
সহদেব রাখে নাম ভীমবজ্রধর || ৭৬
শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্ব্বের গণ | ৭৭
একলিঙ্গকহে বালখিল্য মুনিগণ || ৭৮
রোগহারী নাম রাখে দেবী সত্যবতী | ৭৯
পবন রাখেন মোর নাম সদাগতি || ৮০
জৈমিনি আমার নাম রাখে ভদ্রেশ্বর | ৮১
দুর্ব্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর || ৮২
চাঁদবেণে ডাকে মোরে হয়গ্রীব নামে | ৮৩
মহারুদ্র মোর নাম দধীচি-সদনে || ৮৪
মোর বৃষডাকে মোরে নাম ঘন্টেশ্বর | ৮৫
বাণেশ্বর নাম রাখে বাণ নৃপবর || ৮৬
দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি | ৮৭
কৃত্তিবাস রাখে নাম কীর্ত্তি-অধিপতি || ৮৮
পুষ্পদন্তু রাখে নাম রজত-ভূধর | ৮৯
জাবালি রাখিল নাম ব্যাঘ্রচর্ম্মাম্বর || ৯০
তারাগণ ডাকে মোরে উগ্রকন্ঠ বলি | ৯১
তুন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালী || ৯২
নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ | ৯৩
অনন্ত বলেন মোরে অনন্ত-পাবন || ৯৪
কূর্ম্মদেব রাখে নাম কূর্ম্ম-অধিপতি | ৯৫
সাধ্যগণ রাখে নাম সকল-বিভূতি || ৯৬
পুলহ রাখিল নাম সর্ব্বমূর্ত্তিধর | ৯৭
দিগ্ গজগণেরা বলে দিক্পতিশ্বর || ৯৮
সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন | ৯৯
তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ || ১০০
পর্ব্বগণ সবে মোরে কহে পর্ব্বপতি | ১০১
সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি || ১০২
সুমেরু-ঈশ্বর নাম সুমেরু সদন | ১০৩
সূর্য্যনাথ মোর নাম সূর্য্যের ভবন || ১০৪
মর্ত্ত্যলোকে নাম মম বিপদকান্ডারী | ১০৫
সুষেণ রাখিলা নাম গগনবিহারী || ১০৬
মন্মথ রাখিলা নাম মদন-দমন | ১০৭
মন্দোদরী কহে মোরে অখিল-কারণ || ১০৮
 


ফলশ্রুতি


অষ্টোত্তর শতনাম করিনু কীর্ত্তন |
ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্ব্বক্ষণ ||
এই স্তবে স্তুতিবাদ যেই জন করে |
নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে ||
সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন |
ভক্তিভরে যদি ইহা করে অধ্যয়ণ ||
দারিদ্র তাহার আর কভু নাহি রয় |
সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় ||
শোক তাপ নাহি রহে সংসারে তাহার |
পুণ্যশ্লোক বলি হয় জগতে প্রচার ||
এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে |
শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে ||
হর-গৌরীপদে নতি করে সর্ব্বজন |
সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ||
ভবানী সহিত পরে উঠি বৃষোপরে |
চলিলেন মহাসুখে কৈলাস নগরে ||
শ্রোতা যত হয় সবে আনন্দে মগন |
আপন আপন বাসে করিলা গমন ||
জয় জয় দেব দেব জয় মহেশ্বর |
তব পদে মতি যেন রহে নিরন্তর




  • শিবের অষ্টোত্তর শতনাম pdf
  • শিবের অষ্টোত্তর স্তোত্রম
  • শিবের অষ্টোত্তর শতনাম লিরিক্স
  • শিবের ১০৮ নাম pdf download
  • শিবের ১০৮ টি নাম বাংলায়
  • শিবের অষ্টোত্তর শতনাম গান
  • শিবের 108 নাম
  • lord shiva 108 names in bengali pdf
  • Ads

No comments